• ভুয়ো নার্সিং ট্রেনিংয়ের ফাঁদ! গ্রাম্য মহিলাদের প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল চক্র
    আজ তক | ২১ এপ্রিল ২০২৫
  • Gangarampur nursing scam: ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের নামে গ্রামীণ মহিলাদের লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে।

    জানা গিয়েছে, এক বছর আগে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড লাগোয়া একটি বিল্ডিং-এর তিনতলায় ঘর ভাড়া নিয়ে চালু করা হয় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার। অভিযোগ, কোনও সরকারি অনুমোদন ছাড়াই সেন্টারটি চালু হয়। নার্সিং পেশায় চাকরির লোভ দেখিয়ে প্রতারকরা প্রত্যেক মহিলার কাছ থেকে ২০-৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করে।

    এমনকি ট্রেনিংয়ের বদলে তাঁদের প্রোডাক্ট বিক্রির জন্য চাপ দেওয়া হত। অভিযোগ, কয়েকজন সংস্থার সদস্য মহিলাদের কুপ্রস্তাবও দিত। এইসব ঘটনায় সন্দেহ দানা বাঁধলে লক্ষ্মী রাজবংশী নামে এক মহিলা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে কৃষ্ণকান্ত মণ্ডল, অসীম কুমার জানা এবং পবিত্র জানা নামে পূর্ব মেদিনীপুর জেলার তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।

    রবিবার ধৃতদের গঙ্গারামপুর আদালতে তোলা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে রেখে তদন্ত চালাচ্ছে প্রশাসন।

     
  • Link to this news (আজ তক)