• নিকাশি নালায় জঞ্জাল ফেললেই জরিমানা, হুঁশিয়ারি চেয়ারম্যানের
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বর্ষা এলেই কোচবিহার শহরে জল জমে। এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিনের। আর এই জল জমার অন্যতম কারণ শহরের নিকাশি নালাগুলি জঞ্জালে আটকে থাকা। এবার থেকে কোচবিহার শহরের নিকাশি নালায় বাড়ি, দোকান বা কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানের জঞ্জাল ফেললেই ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যে বাড়ি বা দোকানের সামনের নিকাশি নালায় এমন জঞ্জাল পড়ে থাকবে সেই বাড়ি বা দোকানের মালিককেই জরিমানা করা হবে। রবিবার শহরের প্রধান নিকাশি নালা পরিষ্কারের কাজের সূচনা হয়েছে। সেই কাজের সূচনা করতে এসে স্থানীয়দের  সতর্ক করেছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। একটি নিকাশি নালায় স্থানীয় দোকানের বর্জ্য পড়ে থাকতে দেখে তিনি সতর্ক করেন।

    পুরসভার চেয়ারম্যান বলেন, শহরের জল বাইরে বের হওয়ার জন্য যে বড় নিকাশি নালাগুলি রয়েছে সেগুলি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। প্রথম দু’টি নিকাশি নালা পরিষ্কারের কাজের সূচনা এদিন করা হল। সবক’টি নিকাশি নালা পরিষ্কারের জন্য ৫০ লক্ষ টাকা খরচ হবে। কিন্তু নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু করতেই এদিন দেখা গেল একাংশ বাসিন্দা জঞ্জাল ফেলে রাখছেন। এদিন সতর্ক করা হয়েছে। আমরা আগে থেকে সচেতনও করে আসছি। এবার থেকে নিকাশি নালায় জঞ্জাল ফেললেই ১০ হাজার টাকা জরিমানা করা হবে। 

    প্রতি বছরই বর্ষার সময় কোচবিহার পুরসভার বিভিন্ন রাস্তায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। বিশেষ করে রাজবড়ির সামনে, রাজমাতা দিঘি সংলগ্ন পুরাতন পোস্টঅফিস পাড়ায়, রাজ রাজেন্দ্রনারায়ণ রোড সহ একাধিক জায়গায় জল জমে। শহরের বড় নিকাশি নালাগুলি দিয়ে পর্যাপ্ত জল বের না হওয়ার কারণেই মূলত এই সমস্যা দেখা দেয়। তবে এই সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হলে কম্প্রিহেনসিভ ড্রেনেজ স্কিমের অধীনে নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে হবে। যা এখনও চূড়ান্ত হয়নি। ফলে এবারের বর্ষাতেও কোচবিহারবাসীর কপালে জল জমার সমস্যা থেকে মুক্তি নেই। এই পরিস্থিতিতে শহরের প্রধান ও বড় নিকাশি নালাগুলি পরিষ্কারের কাজ হলে বর্ষায় জল দাঁড়ালেও তা বেশিক্ষণ জমে থাকবে না। তাই নিকাশি নালা পরিষ্কারের গুরুত্ব রয়েছে। এদিন শহরের মিনি বাসস্ট্যাড এলাকায় কেশব রোড়ে এক হাজার ২০০ মিটার ও রাসমেলা ময়দান সংলগ্ন এলাকা থেকে নিউ সিনেমা হয়ে বিবেকানন্দ রোড় পর্যন্ত বড় নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বাকি বড় নিকাশি নালাগুলির কাজও খুব শীঘ্রই শুরু হবে বলে পুরসভার আশা। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)