• ভুয়ো লেনদেনের মেসেজ পাঠিয়ে আড়াই লক্ষ টাকা প্রতারণা মহিলাকে
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়ায় অভিনব প্রতারণায় প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ালেন এক মহিলা। ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে ২লক্ষ ৪৫হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিনব কায়দায় প্রথমে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া ও ফেরানোর ভুয়ো মেসেজ আসে। এভাবে মহিলার বিশ্বাস অর্জনের পর প্রতারণা করা হয়। ওই মহিলা শনিবার নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

    পুলিস জানিয়েছে, ১৭এপ্রিল ওই মহিলার কাছে একটি ফোন আসে। ফোনে তাঁকে জানানো হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২লক্ষ ৪৫হাজার টাকা ট্রানজাকশন করা হয়েছে। এরপর মহিলা দেখেন, তাঁর মোবাইলে সত্যিই ওই টাকা তুলে নেওয়ার মেসেজ এসেছে। তিনি বুঝতে পারেননি, মেসেজটি আদতে ভুয়ো। এরপর মহিলা ওই ব্যক্তিকে আবার ফোন করেন। তখন ফোনে সেই প্রতারক নিজেকে ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দেয়। ওই মহিলাকে বলে, তাঁর সমস্ত টাকা অ্যাকাউন্টে ফেরানো হবে। মহিলার ফোন নম্বর, ইমেল আইডি, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরও বলে সে। দেড়ঘণ্টা পর অ্যাকাউন্টে টাকা ফেরানোর ভুয়ো মেসেজ পান মহিলা। কিন্তু, কিছুক্ষণ পর অ্যাকাউন্ট থেকে প্রথমে ১ লক্ষ ও পরে ২৫ হাজার টাকা তুলে নেওয়ার ভুয়ো মেসেজ আসে। মহিলা ফের ওই নম্বরে ফোন করলে আবার টাকা ফেরানোর আশ্বাস মেলে। কিছুক্ষণ পর দুই ধাপে ২৫হাজার ও ৫০হাজার ফেরতের ভুয়ো মেসেজ আসে। এতে মহিলা ওই ব্যক্তিকে বিশ্বাস করে ফেলেন। এরপর প্রতারক তাঁকে আবার ফোন করে বলে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। তাই সেই অ্যাকাউন্টে টাকা ফেরাতে সমস্যা হচ্ছে। সেজন্য মহিলার অ্যাকাউন্টের সব টাকা সরিয়ে ব্যাঙ্কের অন্য কর্মচারীর অ্যাকাউন্টে রাখতে হবে। মহিলার অ্যাকাউন্টের ‘সিকিউরিটি রিসেট’ করার পর সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে। মহিলা ধাপে ধাপে নিজের অ্যাকাউন্ট থেকে ২লক্ষ ৪৫হাজার ৩৯টাকা প্রতারকের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।

    অভিযোগকারিণী বলেন, ফোনে ওই ব্যক্তি নিজেকে ব্যাঙ্ক কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছিল। প্রথমে আমি বিশ্বাস করিনি। কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া ও ফের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর মেসেজ পেয়ে বিশ্বাস করি। এভাবে প্রতারণার শিকার হচ্ছি-ঘুণাক্ষরেও টের পাইনি।
  • Link to this news (বর্তমান)