• আজ জিন্দল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
  • শালবনিতে জিন্দলদের অধিগৃহীত জমিতে ১৬ হাজার কোটিরও বেশি টাকা খরচ করে ৮০০ মেগা ওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। আজ সোমবার এই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
    সোমবার রাজ্যে কিছু এলাকায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। সেই কারণে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। অনুষ্ঠান মঞ্চটিকে শক্তপোক্তভাবে গড়ে তোলা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানিয়েছেন, অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সফরের আগে শালবনি ও মেদিনীপুর শহরে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে।

    সোমবার রাতে মেদিনীপুরের সার্কিট হাউসে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পরের দিন মেদিনীপুরের কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। তারমধ্যে অন্যতম হল গোয়ালতোড়ের সোলার পাওয়ার প্ল্যান্ট। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা তুলে দেবেন তিনি।

    শালবনিতে জিন্দলদের ইস্পাত কারখানার জন্য বাম জমানায় সরকারি, রায়তি ও পাট্টা জমি মিলিয়ে প্রায় ৪ হাজার ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০০৮ সালের ২ নভেম্বর ওই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওই দিন শালবনি থেকে মেদিনীপুরে ফেরার পথে ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে অল্পের জন্য মাওবাদীদের মাইন বিস্ফোরণের হাত থেকে রক্ষা পান বুদ্ধবাবু-সহ দু’জন কেন্দ্রীয় মন্ত্রী। ওই ঘটনার জেরে ইস্পাত কারখানার পরিকল্পনা বাতিল করেন জিন্দালরা। ইস্পাতের বদলে সিমেন্ট কারখানা গড়ার প্রস্তুতি শুরু হয়। ২০১৮ সালে সেই কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)