• গ্রামীণ বাসিন্দাদের পানীয় জলের সমস্যায় হোয়াটসঅ্যাপ
    দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
  • গরমকালে গ্রামীণ এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে নবান্ন। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় কাজ শুরু করে দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে– ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬। গ্রামীণ এলাকায় কোথায় জলের সরবরাহে সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ব্লকে একটি করে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন ব্লক স্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ও অপারেটররা। জল সরবরাহ সম্পর্কিত এই সব অভিযোগ খতিয়ে দেখে সমস্যার সমাধান করবে এই দল।

    হোয়াটসঅ্যাপ নম্বর চালুর পাশাপাশি ব্লকস্তরে সচেতনতা ও সমন্বয় বাড়াতে কর্মশালার আয়োজন করা হচ্ছে। এই কর্মশালায় উপস্থিত থাকছেন বিডিও, থানার ওসি বা আইসি, ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। কোন প্রকল্প চালু আছে, কোন প্রকল্প কত দিনে শেষ হবে, কীভাবে জল সরবরাহ স্বাভাবিক রাখা যাবে– এই সব বিষয়ে কর্মশালায় আলোচনা করা হচ্ছে। মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করতেই মূলত এই কর্মশালা আয়োজন করা হচ্ছে। এছাড়াও গরমকালে জল সরবরাহ বাড়াতে ‘পাম্পিং আওয়ার’ বৃদ্ধি করা হয়েছে। ১৬ ঘণ্টার পরিবর্তে কোথাও কোথাও এখন ২২ থেকে ২৩ ঘণ্টাও জল তোলা যাচ্ছে। পাশাপাশি জল সরবরাহ স্বাভাবিক রাখতে এলাকাগুলিতে ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫৫টি।

    ‘জলস্বপ্ন’ প্রকল্পের কলগুলি থেকে জল পড়ছে না এরকম পরিস্থিতি এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চলের জলসঙ্কটপ্রবণ জেলাগুলি। রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, গরমে গ্রামীণ এলাকায় জলসঙ্কটের মতো পরিস্থিতি রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এ বিষয়ে বলেছেন, ‘ঘরে ঘরে কল থাকলেই হবে না, জলও আসতে হবে ঠিকঠাক। অভিযোগ উঠবে না, তা নিশ্চিত করতে হবে এখনই।’ এই সব উদ্যোগ গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)