নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: দুর্ঘটনার কবলে পড়ল মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মেদিনীপুর শহরের গির্জা মোড়ের কাছে। একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি সামনে এসে উলটে যায়। এই ঘটনায় বীরবাহা সুস্থ থাকলেও আহত হয়েছে এক শিশু-সহ টোটোর তিন যাত্রী। মানবিক মন্ত্রী নিজেই আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিজের গাড়িতে কেরানিচটি থেকে শহরের রাস্তা ধরে ঝাড়গ্রামের পথে যাচ্ছিলেন মন্ত্রী বীরবাহা। তখনই গির্জা মোড়ের কাছে একটি টোটো আচমকা গাড়ির কাছকাছি চলে আসে এবং উলটে যায়। তুলনায় হালকা যান চোটোর অভিঘাতে গাড়ির ভিতরে থাকা মন্ত্রী আহত না হলেও এক শিশু-সহ টোটোর তিন যাত্রী আহত হন। তা বোঝামাত্র গাড়ি থামিয়ে মানবিক মন্ত্রী নিজেই আহত টোটো যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন।
এই বিষয়ে মন্ত্রী বলেন, “টোটটা আমার গাড়ির সামনে এসেই উলটে গিয়েছিল। টোটোতে একজন মহিলা এবং তার নয় মাসের বাচ্চা ছিল। আরও এক ভদ্রলোক ছিলেন। সম্ভবত মহিলার ভাই। ওঁদের হাত-পা ছড়ে গিয়েছে। বাচ্চাটাকে নিয়ে চিন্তা ছিল।” সেই কারণেই তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের পৌঁছে দেন খোদ মন্ত্রী বীরবাহা হাঁসাদা।