• বৃষ্টি কাটতেই বঙ্গে ফের ভ্যাপসা গরম বঙ্গে
    এই সময় | ২১ এপ্রিল ২০২৫
  • এই সময়: ফের পরিবর্তন বাংলার আবহাওয়ায়। বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে টানা চার দিন ভরা গ্রীষ্মেও বসন্তের আবহ পেয়েছিল বাংলা।

    কিন্তু, অক্ষরেখা–ঘূর্ণাবর্তর জুটি ভাঙতেই সাময়িক বিরতি আহাওয়ার এই ‘হানিমুন পিরিয়ড’–এ। রবিবার সকাল থেকেই বাংলা ফিরতে শুরু করেছে ‘স্বাভাবিক’ মূর্তিতে। সামনের চার–পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা অন্তত ৪–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে মনে করছেন আবহবিদরা।

    রবিবার সকালে মৌসম ভবন কৃত্রিম উপগ্রহ থেকে তোলা যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে, দেশের পূর্ব উপকূল সংলগ্ন এলাকার আকাশে মেঘের স্তর অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। পাতলা হলেও আকাশে মেঘের উপস্থিতি রোদকে তেমন কড়া হতে দেয়নি। কিন্তু ওই মেঘের স্তর একই সঙ্গে উত্তপ্ত মাটির তাপ বিকিরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে রয়েছে জলীয় বাষ্পের উপস্থিতি।

    মেঘের স্তরের জন্য আটকে পড়া তাপ এবং জলীয় বাষ্পের জুটিতে রবিবার বাংলার দক্ষিণপ্রান্তের বাসিন্দারা ভ্যাপসা গরমের বিরক্তিকর অনুভূতি পেলেন প্রায় সারাটা দিন ধরে। কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করল ৮৯ শতাংশ থেকে ৬১ শতাংশের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রাও আটকে রইল ৩৫ ডিগ্রিতে।

    পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করলেও রবিবার পর্যন্ত কোথাওই পারা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছয়নি। তবে এই সপ্তাহে রাজ্যের কয়েকটি জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ক্রমশ বাড়বে বলেই জানাচ্ছেন আবহবিদরা।

    ঝড়–বৃষ্টির আবহ কেটে রাজ্যের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা বাড়তে শুরু করলেও আপাতত কোনও জায়গাতেই তাপপ্রবাহের কোনও সম্ভাবনা দেখছে না মৌসম ভবন। তবে আগামী কয়েক দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তির কোনও উপায় দেখছেন না আবহবিদরা।

  • Link to this news (এই সময়)