• সর্বশক্তি দিয়ে ময়দানে চাকরিহারারা, আজ SSC অভিযান, ১২টায় করুণাময়ী থেকে মিছিল
    এই সময় | ২১ এপ্রিল ২০২৫
  • চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান সোমবার। সকাল থেকেই প্রস্তুতি শুরু। রাত থেকেই বিভিন্ন জেলার চাকরিহারারা শহরে আসতে শুরু করেছেন। ধর্মতলায় ওয়াই চ্যানেলে রয়েছেন একাংশ। অনেকে আবার সকালে ঢুকবেন কলকাতায়। এই অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ছে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র ফেসবুক পেজে নানা রকম পোস্ট দেখা গিয়েছে এই অভিযান ঘিরে।

    ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবারও পরীক্ষায় বসতে হবে এই প্যানেলের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে শিক্ষক, শিক্ষিকাদের। তারই মধ্যে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া।

    চাকরিহারাদের একটা বড় অংশের দাবি, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। বরং, এসএসসি যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করুক। তাঁদের বক্তব্য, এসএসসি-কেই ‘টেন্টেড’ (যোগ্য) আর ‘আনটেন্টেড’ (অযোগ্য) তালিকা প্রকাশ করতে হবে। ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’ বললে চলবে না। এই সমস্ত দাবিকে সামনে রেখেই কমিশনের উপর চাপ বাড়াতে আজ চাকরিহারাদের এসএসসি অভিযান।

    চাকরিহারা শিক্ষক ইল্লাজুর রহমান জানান, ১২টা থেকে নির্দিষ্ট কর্মসূচি মেনে করুণাময়ী থেকে মিছিল শুরু হবে। এ দিকে এ দিনই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রাজ্যের। সেই তালিকা যদি এ দিনই প্রকাশিত হয়, তা হলে চাকরিহারাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, নজর সে দিকেও।

  • Link to this news (এই সময়)