ছত্তিসগড়ের পরে এ বার ঝাড়খণ্ডের বোকারো। CRPF এবং কোবরা-কমান্ডোদের যৌথ অভিযানে সোমবার ভোরে নিকেশ ৯ মাওবাদী। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল বোকারো জেলা পুলিশও। এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ বোকারোর লালপানিয়া থানার লুগু পাহাড়ের জঙ্গলে মাওবাদীদের সশস্ত্র একটি দলের সঙ্গে নিরাপত্তা বাহিনী, কমান্ডো ও জেলা পুলিশের কমীদের গুলির লড়াই শুরু হয়। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ২টি ইনসাস রাইফেল, একটি এসএলআর, একটি পিস্তল।
সুপ্রিম কোর্টে আজ, সোমবার মুর্শিদাবাদের হিংসা, অশান্তি মামলার শুনানি। বিচারপতি সূর্ষ কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চে বেলা ১২টা নাগাদ মামলার শুনানির সম্ভাবনা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে গত ১১ ও ১২ এপ্রিল হিংসার ঘটনা ঘটে। তাতে তিনজন নিহত হন। ওই ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) বা সিট গঠন করে শীর্ষ আদালতের তদারকিতে তদন্তের আর্জি জানিয়ে দু'টি মামলা হয়েছে। সূত্রের খবর, মামলার আবেদনে এও বলা হয়েছে, কী কারণে ওই অশান্ত হলো, রাজ্য সরকারের কাছে তার কারণ জানাতে চাওয়া হোক। মামলা দু'টি দায়ের করেছেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা এবং বিশাল তিওয়ারি।
আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দক্ষিণবঙ্গেও আকাশ পরিস্কার থাকবে। আগামী ২ দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গেও একই ছবি। তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরপ্রদেশের কুশীনগরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ছয়। রবিরার রাতে বরযাত্রীদের নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল একটি বাস। নেবুয়া নৌরাঙ্গিয়া থানা এলাকার শুক্লা ভুজৌলির কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসের দরজা গ্যাস কাটার দিয়ে কেটে মৃত ও জখম যাত্রীদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আহতদের গোরখপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত ও আহতরা সকলেই কুশীনগরের বলে পুলিশ জানিয়েছে।
খড়্গপুর IIT-তে মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার! রবিবার রাতে আইআইটি সূত্রে খবর পেয়ে দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। মৃত ছাত্রের নাম অনিকেত ওয়ালকার। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, মৃত অনিকেত ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার (Ocean Engineering and Naval Architecture) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
আজ, সোমবার শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০ মেগাওয়াটের দুটি পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন তিনি। উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা করার কথা আছে মমতার।
নবান্ন অভিযান স্থগিত। এবার এসএসসি অভিযানের ডাক চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর ১২ টায় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে শুরু হবে মিছিল।
সপরিবারে ভারতে আসছেন জেডি ভ্যান্স। সোমবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে নামবে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বিমান। জয়পুর এবং আগ্রা ঘুরে দেখবেন তিনি। কেন্দ্রের সঙ্গে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে।
‘আপনি মুসলিম কমিশনার ছিলেন।’ প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশিকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করেন কুরেশি। তারপরেই সামনে এল নিশিকান্তর এই বয়ান। দু’দিন সুপ্রিম কোর্টকেও কটাক্ষ করেছিলেন গোড্ডার এই সাংসদ।