আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগের ঘনঘটা বাংলায়। সপ্তাহের শুরুতেই ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়। সোমবার ১৩টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় জারি রয়েছে সতর্কতা। তবে স্বস্তির আবহাওয়া আর বেশিক্ষণ থাকবে না। চলতি সপ্তাহেই আবহাওয়ার রূপবদল হবে। আবারও ফিরছে ভ্যাপসা গরমের মরশুম।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিরাট পরিবর্তন হবে। আগামী চারদিনে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপরের তিনদিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। অর্থাৎ এপ্রিলের শেষভাগে ফের তীব্র গরমের মরশুম ফিরছে।
তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকলেও, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে আর কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি সেলসিয়াস।