• গরমের দাবদাহে হাঁসফাঁস হয়ে উঠবে জীবন! ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে,বাড়বে রোদের তেজ
    ২৪ ঘন্টা | ২১ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল:

    আজকের আবহাওয়া

    আজ সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত বিলুপ্ত।  রোদের তেজ ক্রমশ বাড়বে। বাড়বে দিনের বেলা কাজে বেরিয়ে কষ্ট। বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

    সিস্টেম

    হরিয়ানা ঝাড়খন্ড আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। হরিয়ানা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা উত্তরপ্রদেশের ওপর দিয়েই ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বিস্তৃত রয়েছে।  দক্ষিণ ভারতের বিদর্ভ থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত আরো একটি অক্ষরেখা যেটি তেলেঙ্গানা রয়েলসীমা কর্ণাটক তামিলনাড়ুর ওপর দিয়ে গেছে।


     


     *দক্ষিণবঙ্গ*

    পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাড়বে কষ্ট। সপ্তাহের শেষে পশ্চিমের জেলায় ৪১ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। ফিল লাইক তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। 

    *উত্তরবঙ্গ*


    তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

     *কলকাতা*

    বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ। বুধ বৃহস্পতিবার এর মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 

     *কলকাতার তাপমান*

    রাতের তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ থেকে বেড়ে ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯১ শতাংশ। 

     *ভিনরাজ্যে*

    ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরাখণ্ডে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, শিলাবৃষ্টি উত্তরাখন্ডে।


    ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ ঝাড়খন্ডে।বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি;ঝড়ের গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে উত্তরপ্রদেশ সিকিম উত্তরবঙ্গ অন্ধপ্রদেশ ইয়া নামে।

    বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে ছত্রিশগড় বিহার ঝাড়খন্ড ওড়িশা কেরল মাহে তেলেঙ্গানা কর্ণাটক। আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে। তাপপ্রবাহের সম্ভাবনা মধ্যপ্রদেশে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্র তামিলনাড়ু করাই কাল ও পন্ডিচেরি তে। পশ্চিম উত্তরপ্রদেশে গরম রাতের আশঙ্কা। কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার গতি বেগে ধুলিঝড় হতে পারে গুজরাটেও।

  • Link to this news (২৪ ঘন্টা)