নিরুফা খাতুন: গ্রীষ্মের শুরু থেকেই বঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন! ঝড়বৃষ্টি উধাও হয়ে এবার ‘প্রখর তপন তাপে’ ঝলসে যাওয়ার দিন এল বলে! সপ্তাহের শুরুতে রাজ্যের আবহাওয়া নিয়ে এমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় রোদের তেজ বাড়বে, তাপমাত্রার পারদ আরও পাঁচ থেকে ৬ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হতে পারে। সবমিলিয়ে, গরমের জ্বালা শিগগিরই টের পাবেন বঙ্গবাসী।
হাওয়া অফিস সূত্রে খবর, রাজস্থান, অসম ও বাংলাদেশের তৈরি তিন তিনটি ঘূর্ণাবর্তের প্রভাব বিস্তার করছে রাজ্যের আবহাওয়ার উপর। তার জেরেই এতটা হাওয়া বদল। তবে সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা ? উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। পারদ চড়বে অন্তত ৫ থেকে ৬ ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তা দু-একদিন দিনই হবে। তারপর উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ চড়তে পারে অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি। হাওয়া অফিসের পূর্বাভাস তেমনই।
এদিকে, কলকাতায় সোমবার আংশিক মেঘলা আবহাওয়া। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সকাল থেকেই। দিনে তাপমাত্রার স্বাভাবিকের নিচে থাকলেও রাত বাড়লে তা ক্রমশ উর্ধ্বমুখী হবে। আগামী তিনদিনের মধ্যে কলকাতায় পারদ ছুঁয়ে ফেলবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড। সেইসঙ্গে বাতাসে বাড়বে আর্দ্রতার পরিমাণ। যার জেরে তীব্র অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দশা হতে চলেছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ।