সায়নী জোয়ারদার
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সরগরম রাজ্য। সোমবার চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।
এসএসসি ভবন এবং লাগোয়া এলাকায় আঁটসাঁট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বহু পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। বহু সংখ্যক মহিলা পুলিশও রয়েছেন। রয়েছে ব়্যাফ, রাজ্য পুলিশের বাহিনী এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ। লাঠিধারী পুলিশের সঙ্গে রয়েছে হেলমেট এবং গার্ড। এসএসসি ভবনের গেট গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মজুত রয়েছে কাঁদানে গ্যাসের সেল। যুদ্ধকালীন মেজাজে চলছে টহল।
পুলিশ সূত্রের খবর, এসএসসি ভবনের আগেই মিছিল থামিয়ে দিতে পারে পুলিশ। কোনওরকম গন্ডগোল যাতে না হয়, তার জন্য কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
আন্দোলনকারীদের দাবি, যোগ্য ও অযোগ্য দের তালিকা আলাদা করতে হবে। চাকরিহারাদের দাবি তাঁরা আর নতুন করে পরীক্ষায় বসবেন না। ২০১৬ সালেই তাঁরা যোগ্যতার মান পেরিয়ে চাকরি পেয়েছিলেন। তাই শীর্ষ আদালত যে নতুন করে পরীক্ষায় বসার সংস্থান রেখেছে তা তাঁরা মানতে নারাজ। অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া গেলে, যোগ্যদেরও তালিকা আলাদা করা যাবে বলে তাঁদের দাবি। করুণাময়ী থেকে দুপুর ১টা বেজে ১০ মিনিটে শুরু হয় চাকরিহারাদের SSC ভবন অভিযান। মিছিলের শুরু থেকেই সক্রিয় থাকতে পারে পুলিশ।