এসএসসি ২৬ হাজার নিয়োগ বাতিল নিয়ে আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশ, যাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে, মামলাকারীকে তাঁদের নোটিস পাঠাতে হবে।
একই সঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন ওএমআর প্রকাশ করা হয়নি, এসএসসি-কে তা আদালতে জানাতে হবে। এ ছাড়া অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার ব্যাপারে রাজ্য কী করেছে, তাও আদালতকে জানাতে হবে।
এ দিন ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলাকারীর আইনজীবী জানান, শিক্ষা দপ্তরের সচিব, এসএসসির চেয়ারম্যান,শিক্ষা দপ্তরের কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে।
বিস্তারিত আসছে...