মুর্শিদাবাদের হিংসা নিয়ে সিট গঠনের দাবি জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার আবেদন ত্রুটিপূর্ণ বলে সোমবার খারিজ করলেন বিচারপতি সূর্ষ কান্ত। ওই মামলা করেছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। সঠিক ভাবে আবেদন করার নির্দেশ দিয়ে বিচারপতি সূর্ষ কান্ত ওই আইনজীবীর উদ্দেশে মন্তব্য করেন, ‘যার তার বিরুদ্ধে অভিযোগ তুলবেন না। আপনার এত তাড়া কীসের?’
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে গত ১১ ও ১২ এপ্রিল হিংসার ঘটনা ঘটে। তাতে তিনজন নিহত হন। ওই ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) বা সিট গঠন করে শীর্ষ আদালতের তদারকিতে তদন্তের আর্জি জানিয়ে দু'টি মামলা হয়। সূত্রের খবর, মামলার আবেদনে এও বলা হয়, কী কারণে ওই অশান্ত হলো, রাজ্য সরকারের কাছে তার কারণ জানাতে চাওয়া হোক।
বিস্তারিত আসছে……..