• ‘২৩ জেলাই উপকৃত হবে, ১৫ হাজার কর্মসংস্থান’, জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করে জানালেন মমতা
    এই সময় | ২১ এপ্রিল ২০২৫
  • পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ১৬০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করলেন তিনি। এই প্রকল্পকে ‘ল্যান্ডমার্ক’ প্রজেক্ট হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। ১৫ হাজার মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। এই বিদ্যুৎ প্রকল্পের জেরে রাজ্যের ২৩ জেলার মানুষই উপকৃত হবেন বলে দাবি তাঁর।

    জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা ল্যান্ডমার্ক প্রোজেক্ট। আমি জিন্দাল পরিবারকে ধন্যবাদ জানাব। পূর্ব ভারতে এমন প্রকল্প নেই। বিশেষ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট, দূষণ হবে না। ২৩ জেলাই এর জেরে উপকৃত হবে। রাজ্য সরকার এখান থেকে বিদ্যুৎ কিনে নেবে। প্রায় ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে।'

    এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের পরই রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লোডশেডিং হয় না বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘রাজ্যে লোডশেডিংয়ের সমস্যা পুরোপুরি মিটে গিয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র বাড়লে বিদ্যুতের সরবরাহ আরও বাড়বে। এতে বিদ্যুতের দাম কমবে।’

    তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলছে জিন্দাল গোষ্ঠী। সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার জন্য জিন্দাল গোষ্ঠীকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে রাজ্য সরকার সাহায্য করবে বলেও জিন্দালদের আশ্বাস দিয়েছেন তিনি।

    পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যে ৯টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। ৬টি ইকোনমিক করিডর হচ্ছে। আরও ৫টি বড় কোম্পানি আসছে। পশ্চিমবঙ্গকে ‘ইন্ডাস্ট্রিয়াল গেটওয়ে’ হিসেবেও অভিহিত করেছেন মমতা।

    সভা থেকে তাঁর বার্তা, আবার ট্রেনিং সেন্টার হবে শালবনিতে। প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয় যুবক-যুবতীদের। এ দিন এই অনুষ্ঠানে জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দাল, সৌরভ গঙ্গোপাধ্যায়, সাংসদ দেবও উপস্থিত ছিলেন। সকলেই রাজ্যে ‘শিল্প বান্ধব’ পরিবেশের কথা তুলে ধরেছেন।

  • Link to this news (এই সময়)