হাসপাতালে লড়াই থামল। সোমবার সকালে মৃত্যু হলো দুর্গাপুরের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে।
গত ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিন থার্মিট ওয়েলডিং নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন ইন্দ্রজিৎ বসাক। এনআইটি-র ল্যাবরেটরিতে সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এর জেরে অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং আকাশ মাঝি নামের এক ছাত্র ঝলসে যান। ঘটনার পর তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ওই অধ্যাপকের শরীরের প্রায় ৬০-৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়েছিল। সে জন্য ওই দিনই রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল তাঁর। সেই লড়াই আর চালাতে পারলেন না অধ্যাপক। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।
দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা ইন্দ্রজিৎ বসাক এনআইটি থেকেই পড়াশোনা করেছেন। ১৯৮৪ সালে তিনি এনআইটি-তে কাজে যোগ দেন। বর্তমানে সিনিয়র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ডিরেক্টরের দায়িত্বও কিছু দিনের জন্য সামলেছেন তিনি। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।