ফের কলকাতায় 'বেপরোয়া' গতির বলি হলেন এক যুবক। বেপরোয়া গতিতে ছোটা এসি-৩৭ রুটের বাস সোমবার সকালে ধাক্কা মারে একটি মোটরবাইকে। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। লেকটাউনের কাছে ভিআইপি রোডের উপরে দু্র্ঘটনা ঘটে। বাসটি বারাসত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল। পুলিশ বাস আটক করলেও, তার চালক পলাতক।
পুলিশ জানায়, মৃত যুবকের নাম দেবরাজ দাস। তিনি উল্টোডাঙার বাসিন্দা। কেষ্টপুর থেকে তিনি বাড়ি ফিরছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ভিআইপি রোড দিয়ে দ্রুত গতিতে ছুটছিল বারাসত থেকে গড়িয়াগামী এসি-৩৭ রুটের বাস। বাইকে চেপে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এক যুবক। বাসটি পিছন থেকে ধাক্কা মারে যুবকের বাইকে। বাসের ধাক্কায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন যুবক। বাসটি তাঁকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয়ই বাইকের আরোহীর।
প্রত্যক্ষদর্শী মহম্মদ সাইদুর বলেন, ‘বাইক আরোহী রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। হেলমেট পরেই তিনি গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ দেখলাম একটা বাস সজোরে ধাক্ মারল তাঁকে। চালক ঘটনাস্থলেই মারা যান।’
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন লেকটাউন থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের আধিকারিকরা। যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছেন বলে জানা গিয়েছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।
শহরে গত কয়েক দিনে একের পর এক পথ দুর্ঘটনার খবর সামনে এসেছে। যার জেরে পথ নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। এপ্রিল মাসের শুরুর দিকেই সল্টলেকের সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়েছিল। ওই তথ্যপ্রযুক্তি কর্মীর মাথার উপর দিয়ে চলে গিয়েছিল বাসের চাকা।