এই সময়, বালুরঘাট: একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএমে জালিয়াতি করে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ভিন রাজ্যের যুবক। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের নাম জাহিদ খান। বাড়ি বিহারের গয়াতে।
জানা গিয়েছে, বালুরঘাট থানার অদূরে উত্তর চকভবানী এলাকায় একটি এটিএমের টাকা বেরোনোর জায়গার ঢাকনা খুলে সেখানে সেলোটেপ আটকে দেয় ধৃত। এ দিন এক যুবক ওই এটিএমে টাকা তুলতে যান। কার্ড ঢুকিয়ে নির্দিষ্ট পিন নম্বর দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও টাকা বের হয়নি। এরপর তিনি ওই ব্যাঙ্কেরই কলেজ মোড় এলাকায় আরেকটি এটিএমে গিয়ে সিকিউরিটি গার্ডকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ওই রক্ষী এটিএম দেখভাল সংস্থায় ফোন করেন। সেখান থেকে দু’জন চলে আসেন। তাঁদের সঙ্গে নিয়ে যুবক ওই এটিএমে গেলে পর্দাফাঁস হয়। অভিযুক্তকে ধরে বালুরঘাট থানার হাতে তুলে দেওয়া হয়।
এটিএম সংস্থার ট্রায়াল একজিকিউটিভ শুভজিৎ নন্দী ও এটিএম কর্মী বিমান হালদার বলেন, ‘আমরা ওই এটিএম এসে দেখি ঢাকনার ভেতর দিকে কালো সেলোটেপ আটকে রয়েছে। এরপর আমরা চুপচাপ বাইরে অপেক্ষা করতে থাকি। দেখি, এক যুবক এটিএমে ঢুকে ঢাকনা খুলল। এরপর ওকে হাতেনাতে ধরে ফেলে দিয়ে পুলিশর হাতে তুলে দিই।’
টাকা তুলতে আসা প্রাণিতকুমার মণ্ডল বলেন, ‘আমি ৫০০০ টাকা তুলতে গিয়েছিলাম। দেখি টাকা ডেভিট হয়ে গেলেও এটিএম থেকে টাকা বের হয়নি। ওই এটিএমে কোনও সিকিউরিটি গার্ড না থাকায় আমি অন্য এটিএমের সিকিউরিটি গার্ডকে গিয়ে বিষয়টি জানাই। সেখান থেকে এটিএম ইনচার্জকে ফোন করলে তারা আসায় প্রতারণার বিষয়টি জানতে পারি।’ বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ‘গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এর পিছনে আরও কেউ রয়েছে কি না, তা দেখা হচ্ছে।’