• অসুস্থ রাজ্যপাল, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে। খবর পেয়েই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    জানা গিয়েছে, সোমবার সকালেই আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল। এর আগে তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে। সোমবার অসুস্থ বোধ করার পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, হার্টে ব্লকেজ রয়েছে তাঁর। করা হতে পারে অস্ত্রোপচার।

    বাইপাস সার্জারি করার প্রয়োজন হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসার প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলেও খবর সূত্রের। আপাতত কমান্ড হাসপাতালেই চলছে রাজ্যপালের প্রাথমিক চিকিৎসা। 

    রাজ্যপালের হাসপাতালে ভর্তির খবর পেয়েই, তাঁকে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তাঁর শালবনিতে কর্মসূচি রয়েছে। তার আগেই খোঁজ নিয়ে গিয়েছেন রাজ্যপালের। তারপরেই রওনা দেন শালবনির উদ্দেশে। সেখানে শিলান্যাস করবেন  জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের।

    যাওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, রাজ্যপালের অসুস্থতার খবর পেয়েই দেখা করে গেলেন, চিকিৎসা চলছে তাঁর। রাজ্যপালের চিকিৎসার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। 

     
  • Link to this news (আজকাল)