• ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবারই শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া এবং কার্ড পাঠিয়েছিলেন দিলীপ ঘোষকে। শনিবার বিজেপি নেতার নতুন ইনিংসে শুভেচ্ছা জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিও।

    শনিবার সকালে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, 'নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাই। ভালবাসার নিজস্ব সময় ও লয় থাকে। আপনাদের একসঙ্গে পথচলা সেই সত্যিকারের ভালবাসারই প্রমাণ। আপনাদের জীবনে যেন আনন্দ, শান্তি ও সাহচর্যে চিরকাল স্থায়ী হয়। এই শুভকামনা রইল।'

    প্রসঙ্গত, শুক্রবার গোধূলি লগ্নে বৈদিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। বিয়ের অনুষ্ঠানে সাদা চিকনকারি পাঞ্জাবিতে হাজির হন দিলীপ। সঙ্গে সাদা ধুতি, মাথায় টোপর।

    খাঁটি বাঙালি সাজে ধরা দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সোনালী পাড়ের লাল বেনারসিতে সেজেছিলেন রিঙ্কু। মাথায় ছিল চোলি এবং ছোট্ট মুকুট। মানানসই সোনার গয়না গলায়! লম্বা সোনালী নাকের নথ। কানে ঝুমকো দুল। কপালে লাল টিপ এবং লম্বা টিকলি।

    শনিবার মর্নিং ওয়াকেও এসেছিলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 'অনেকে বলছে শুনছি, মর্নিং ওয়াকে বেরোলে প্রেম হয়, ভালবাসা হয়। যারা এটা ভাবছে তাঁদের সারাজীবন হাঁটলেও প্রেম হবে না, বিয়েও হবে না।'
  • Link to this news (আজকাল)