• ঝালদায় আয়কর আধিকারিক পরিচয় দিয়ে লুট, গ্রেপ্তার ৭
    দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
  • আয়কর বিভাগের আধিকারিক বলে পরিচয় দিয়ে এক বিড়ি ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ সাড়ে সাত লক্ষ টাকা ও গয়না লুট করেছিল দুষ্কৃতীদের একটি দল। দুই সপ্তাহ আগের এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝালদা–২ ব্লকের বামনিয়া গ্রামে বিড়ি ব্যবসায়ী কিরীটী কুমারের বাড়িতে। ধৃতদের মধ্যে রয়েছেন সিআরপিএফের ৯৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। তিনি রাঁচির খুঁটিতে কর্মরত। পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। ধৃতদের জেরা করে চুরির নেপথ্যে থাকা বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা করা হচ্ছে।

    গত ৮ এপ্রিল সন্ধ্যায় আয়কর আধিকারিক পরিচয় দিয়ে ওই বিড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীদের একটি দল। তাঁদের কাছে ছিল জাল আয়কর দপ্তরের চিঠি। সেই চিঠি দেখিয়ে বাড়িতে তল্লাশি শুরু করেন তাঁরা। এরপর আলমারি ও লকার ভেঙে সাড়ে সাত লক্ষ টাকা, সোনা ও রুপোর গয়না চুরি করেন। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িরই এক কর্মচারিকে তাঁরা নিজেদের সঙ্গে করে নিয়ে যান। এমনকী বাড়ির একটি স্করপিও গাড়িও চুরি করে নিয়ে যান তাঁরা। রাঁচির জনহারের কাছে ব্যবসায়ীর বাড়ির কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়। তারপর সেখান থেকে চম্পট দেন দুষ্কৃতীরা। যদিও শেষ রক্ষা হয়নি। ঘটনার পরই একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। সেই দল ঝাড়খণ্ডের রাঁচি, বুনডু সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দুই জন মহিলাও ছিলেন। তাঁদের মধ্যে একজন ঘটনার দিন বিড়ি ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছিলেন।

    জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টেকনিক্যাল এবং ম্যানুয়াল ইন্ট্যালিজেন্স ব্যবহার করে এই ঘটনায় তথ্য সংগ্রহ করা হয়েছিল। শনিবার ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে রাঁচি এবং বুনডু এলাকায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি কোটশিলায়। বাকিরা ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে টাকা, গয়না ও স্করপিও গাড়িটি উদ্ধার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের ধরতে চাইছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)