• ভিআইপি রোডে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
  • কলকাতার সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সোমবার সকাল ৮টা নাগাদ ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউতে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকারি বাসটি অন্য কোনও বাসের সঙ্গে রেষারেষি করছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে সোমবার সকালের ব্যস্ত সময়ে ভিআইপি রোডে যান চলাচল সাময়িক ভাবে থমকে গিয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত-গড়িয়া রুটের সরকারি এসি বাসটি গড়িয়ার দিকে যাচ্ছিল। আর বাইক আরোহী কেষ্টপুর থেকে যাচ্ছিলেন উল্টোডাঙার দিকে। অভিযোগ, বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। সম্ভবত পাশ দিয়ে যাওয়া একটি সাইকেলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে বাইকটির। এর ফলে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী। সেই সময় বাসটি তাঁকে পিষে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেকটাউন থানার পুলিশ।

    বাইক আরোহীকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসক ওই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম দেবরাজ দাস। তিনি উল্টোডাঙার বাসিন্দা ছিলেন। সরকারি বাসের চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। তার ফলে বাইক থেকে পড়ে যাওয়ার পরেই মাথায় চোট পান ওই বাইক আরোহী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)