প্রাণ বাঁচিয়েছিলেন ৭ মুসলিম ছাত্রীর, তাঁর বাড়িতেই হামলা দুষ্কৃতীদের
দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
মুর্শিদাবাদে অশান্তি চলাকালীন বাঁচিয়েছিলেন ৭ জন মুসলিম ছাত্রীকে। সেই ত্রাতা শুভ্র সাহার বাড়িতেই হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাণ্ডবের প্রথম দিনই তাঁর বাড়িতে হামলা হয়। সেই সময় ওই ৭ ছাত্রী তাঁর বাড়িতেই উপস্থিত ছিলেন।
সামশেরগঞ্জ থানার ধুলিয়ান–ঘোষপাড়া রোডে পেশায় ব্যবসায়ী শুভ্র সাহার বাড়ি। অশান্তির সময় তাণ্ডবকারীরা যখন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তখনই তিনি তাঁর বাড়ির উল্টোদিকে সাতজন মুসলিম মেয়ে কাঁদতে দেখেন। তাঁদের পরনে ছিল স্কুলের পোশাক। সেই সময় ওই সাতজনকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন শুভ্র। তার কিছুক্ষণ পরেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় বাড়ির সব জানালার কাচ। বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় একের পর এক ইটের টুকরো। পাশাপাশি বাড়ির সামনে একটি অংশেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন শুভ্রবাবুর স্ত্রী, মেয়ে ও ছেলে। পাশাপাশি আরও ভয় পেয়ে যায় ওই সাত পড়ুয়া।
শুভ্র জানিয়েছেন, দুষ্কৃতীদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং রড। তাঁরা বলছিল, ‘আজকে কেটেই ফেলব।’ যদিও ওই সাত জন সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েকে দেখে তখনের মতো তাঁরা চলে যায়। কিন্তু আবার ফিরে এসে বাড়ি ভাঙচুর করতে থাকে। শুভ্রর কথায়, ‘কয়েকজন দুষ্কৃতী আমার বাড়ি এসে তলোয়ার বের করে। তারপর বলে কাটব তোকে। কিন্তু ওই মেয়েগুলোকে দেখে বলে, চাচা আপনি ভালো কাজ করেছেন। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে দেখলাম আমার গোটা বাড়ি ভাঙচুর করল।’