• পড়াশোনার চাপ না কি হস্টেলের ভয়াবহ র‍্যাগিং? খড়্গপুর আইআইটির ছাত্রর অস্বাভাবিক মৃত্যু উসকে দিচ্ছে যাদবপুরের স্মৃতি
    ২৪ ঘন্টা | ২১ এপ্রিল ২০২৫
  • ই. গোপি: মাস তিনেকের ব্যবধান। ফের হোস্টেলের ঘর থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল আইআইটিতে। রবিবার রাতে খড়্গপুর আইআইটির জগদীশচন্দ্র বোস হল থেকে ওই দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম অনিকেত ওয়ালকার(২২)। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা অনিকেত ছিলেন খড়্গপুর আইআইটির সমুদ্রবিদ্যা ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। 

    রবিবার হোস্টেলে নিজের ঘরে ছিলেন ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তার পরে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে দেখে গলায় দড়ির ফাঁসে ঝুলছে অনিকেতের দেহ। খবর পেয়ে আসে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয় অনিকেতের নিথর দেহ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা না কি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে সেই বিষয়েও খোঁজ শুরু হয়েছে। তবে মৃত্যু কীভাবে হয়েছে সেই বিষয়ে স্পষ্ট হতে দেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

    খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে। কারণ এর আগে ২০২২ সালে ফয়জান আহমেদ নামে তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যুতে উঠেছিল খুনের অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছিল।

    এমনকি আদালতের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছিল র‍্যাগিংয়ের জেরে ফয়জানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার তত্ত্ব। তারপরেও একের পর এক পড়ুয়া মৃত্যুর ঘটনায় রাশ টানা যায়নি। চলতি বছরে জানুয়ারিতেও শাওন মালিক নামে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক তৃতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার হয়। সে দিনও ছিল রবিবার। এ বার সেই রবিবারেই উদ্ধার হল অনিকেতের দেহ। ঘটনায় ভেঙে পড়েছে অনিকেতের পরিবার। আইআইটির পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে অনিকেতের দাদা সুদীপ ওয়ালকরকে। আইআইটি থেকে পাঠানো টিকিটে খড়্গপুর পৌঁছতে তাঁরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন।

  • Link to this news (২৪ ঘন্টা)