সৌমেন ভট্টাচার্য ও অয়ন ঘোষাল: সাত সকালে ভিআইপি রোডে ভয়ংকর দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট বাইক আরোহী। আটক ঘাতক বাস ও বাসের চালক। সপ্তাহের শুরুতেই সাতসকালে পথ দুর্ঘটনা ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে। সরকারি বাসের চাকায় পিষ্ট বাইক আরোহী। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। তিনি বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। চালককে লেক টাউন থানায় আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।"
এদিন সকাল ৮টা ১৫মিনিট নাগাদ ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে দুর্ঘটনা ঘটে। বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি-৩৭ রুটের বাস। সেইসময় কেষ্টপুরের দিক থেকে উলটোডাঙার দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। সেইসময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। অভিযোগ, বেপরোয়া গতিতে আসছিল সরকারি বাসটি। বাসের চাকা পিষে দিয়ে চলে যায় ওই বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিস সূত্রে খবর, বাইক আরোহীর সাথে প্রথমে এক সাইকেল চালকের ধাক্কা লাগে। এরপরই বাইক নিয়ে পড়ে যান বাইক আরোহী। তারপরই পিছন থেকে আসা সরকারি বাসের চাকার নীচে চলে যান বাইক আরোহী। এই ঘটনায় সরকারি বাসের চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিস। পাশাপাশি ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।