বিধান নস্কর, সল্টলেক: বাসের চাকায় পিষল বাইক আরোহীর মাথা। ঘটনাস্থলেই মৃত্যু বাইক চালকের। ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ের দুর্ঘটনায় জোর শোরগোল। এই ঘটনার পর থেকে পলাতক বাসচালক। তার খোঁজ চলছে।
সোমবার সকাল। ঘড়ির কাঁটায় ৮টা ১৫ হবে। এদিন সকালে বারাসত থেকে গড়িয়া যাচ্ছিল এসি ৩৭ রুটের বাসটি। কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। এরপর রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী। সেই সময় এসি ৩৭ রুটের বাসের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরে বাইক চালককে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। জানা গিয়েছে, মৃত দেবরাজ দাস। তিনি উল্টোডাঙার বাসিন্দা।
বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই ঘটনার পর থেকে পলাতক চালক। এদিকে, এই দুর্ঘটনার ফলে ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে কিছুক্ষণের জন্য তীব্র যানজট তৈরি হয়। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনের অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।