সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরন্তর কাজের মধ্যে দিয়ে রাজ্যের উন্নয়ন আর শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রাখা। একা হাতে জোড়া কর্মকাণ্ড চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তত্বাবধানে। সোমবারই তেমনই এক বিরাট কর্মযজ্ঞের সূচনা হয়ে গেল শালবনিতে। মুখ্যমন্ত্রীর হাত ধরে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের শিলান্যাস হল। এর মাধ্যমে মোট ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদন রাজ্যের বিদ্যুৎ সংকট পুরোপুরি মিটিয়ে ফেলতে সক্ষম হবে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের নেতৃত্বে উন্নয়নমূলক কাজের পাশাপাশে তিনি এদিনও রাজ্যে সম্প্রীতি বজায়ের বার্তা দিলেন। বললেন, ”আমি এটুকুই চাই, সবাই সবাইকে ভালোবাসুন, ভালো থাকুন।”
সম্প্রতি একাধিক ইস্যুতে রাজ্যে শান্তির পরিবেশে সামান্য ছন্দপতন ঘটেছে। দু, একটি জেলায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন। রাজ্যবাসীকে খোলা চিঠি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার শালবনিতে শিল্প সূচনায়ও সেই প্রসঙ্গ আরও একবার মনে করিয়ে দিতে ভুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বললেন, ”আমাদের দেশ বৈচিত্র্যের। একেক রাজ্যে একেকরকম সৌন্দর্য, একেকরকম খাওয়াদাওয়া, একেকরকম উৎসব। কিন্তু আমাদের বিশেষত্ব হল এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য আছে। সেটা ভাঙার নয়, বরং আরও ঐক্যবদ্ধ হওয়া আমাদের লক্ষ্য। সকলে কাজের মধ্যে থাকুন। মনে রাখবেন, ইতিবাচকতাই মনের জোর বাড়ায়। পজিটিভ কথা শুনলে চাঙ্গা হতে পারবেন। আর নেগেটিভ কথা শুনলে তা মনের মধ্যে গেঁথে থাকে।”
এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বিরোধীদেরও জবাব দিলেন। বললেন, ”যারা বলছেন, কিছু হচ্ছে না, তারা নিজের চোখে দেখুন কী ছিল আর কী হয়েছে। এখানে মনে আছে, জিন্দলদের সিমেন্ট কারখানারও উদ্বোধন করেছিলাম আমি। এখানে এখন কাজ চলছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত প্রস্তাব এসেছিল, কত কার্যকর হয়েছে। সেসব হিসেব আমি দিয়েছি। ১৯ হাজার কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছিল। ১৬ হাজার কোটির কাজ চলছে। বাকি প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে। তাই বলছি, আমার সমালোচনা করুন, কিন্তু অবহেলা করতে পারবেন না। আমরা কথা নয়, কাজে বিশ্বাস করি।ডাক্তার দেবী শেঠি কথা দিয়েছিলেন আমাদের সঙ্গে কাজ করবেন। সেইমতো কাজ শুরু করেছেন রাজারহাটে একটি হাসপাতালের, আমরা শিলান্যাস করব।”