• নিরাপত্তার বেড়াজাল ভেঙে সোশাল মিডিয়ায় ফাঁস দিঘার জগন্নাথ মন্দিরের অন্দরসজ্জা! কী বলছেন জেলাশাসক?
    প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় (Digha) জগন্নাথধাম উদ্বোধন শুধু সময়ের অপেক্ষা। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং আমলারা। থাকার কথা শিল্প মহল ও বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক শিল্পী। ইতিমধ্যে জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধনের কর্মসূচি নবান্নের সভা ঘর থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে চমক থাকছে, তাই মন্দিরের গর্ভগৃহ বা ভিতরের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা প্রথম থেকেই জারি করেছে প্রশাসন। এমনকী মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ করা হয়েছে। এমনকী সাংবাদিকদের ছবি তোলায় বাধা দেওয়া হয়।

    তবে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে হাতে গোনা কয়েকটি মন্দিরের ছবি প্রকাশ্যে আনাহয়। ফলে মন্দির নিয়ে পর্যটকদের মধ্যে চরম আগ্রহ রয়েছে। কিন্তু ইতিমধ্যে মন্দিরের গর্ভগৃহ-সহ জগন্নাথ, বলরাম, শুভদ্রার মূর্তি যেখানে রাখা রয়েছে,তার সবটাই ভিডিও তুলে ভাইরাল করা হয়েছে। সোমবার সকালেই চোখে পড়ে মন্দিরের ভাইরাল ছবি। যূথিকা মুখোপাধ্যায় নামে একজনের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওগুলি পোষ্ট করা হয়েছে বলে অভিযোগ। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন। মন্দিরের মধ্যে কে বা কারা পরিবার নিয়ে প্রবেশ করেছেন। পাশাপাশি মোবাইলে ছবি তুলতেও দেখাযায়। তাদের সঙ্গে ইস্কনের এক সন্ন্যাসীর ছবিও প্রকাশ্যে এসেছে।

    প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কারা পরিবার নিয়ে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত পৌঁছানোর ছাড়পত্র পেলেন? প্রশাসনিক আঁটোসাটো নিরাপত্তা থাকার পরেও উদ্বোধনের আগে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত সাধারণ মানুষ পৌঁছলেন কী করে? পৌঁছনোর পাশপাশি মোবাইল নিষিদ্ধ থাকার পরেও কীভাবে ভিডিও তোলা হল তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, “উদ্বোধনের আগে ভিতরে প্রবেশের কোনও অনুমতি নেই। কে কীভাবে ভিতরে ঢুকে ছবি তুলেছে তা খতিয়ে দেখা হবে।”
  • Link to this news (প্রতিদিন)