নির্মাণ, পরিবহণ শ্রমিকরা পেনশনের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে
হিন্দুস্তান টাইমস | ২১ এপ্রিল ২০২৫
নির্মাণ এবং পরিবহণ ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের জন্য সুখবর! এই সমস্ত ক্ষেত্রের শ্রমিকদের এতদিন পেনশনের জন্য হাতে লিখে আবেদন করতে হত। তাতে আবেদন পত্র কলকাতায় পৌঁছনো থেকে শুরু যাচাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যেত। ফলে পেনশন চালু হতেও বেশ কিছু সময় লেগে যেত। তবে এবার পেনশনের জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন নির্মাণ পরিবহণ ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকরা। এতে যেমন শ্রমিকদের সুবিধা হবে, তেমনি পেনশনও দ্রুত চালু হয়ে যাবে।
জানা গিয়েছে, শ্রম দফতরের উদ্যোগে এই অনলাইন প্রক্রিয়া চালু হচ্ছে। যেহেতু বর্তমানে সরকারি বহু কাজ অনলাইনে হচ্ছে তার অংশ হিসেবেই এই উদ্যোগ শ্রম দফতরের। আগে হাতে লিখে আবেদনের ক্ষেত্রে প্রথমে জেলা থেকে কলকাতার সদর দফতরে আবেদনগুলি পৌঁছত। এরপর সেগুলি যাচাইয়ের কাজ সেরে পেনশন চালু করা হত। এরজন্য ৬ থেকে ৮ মাস সময় লেগে যেত। শ্রম দফতরের সূত্রে জানা গিয়েছে, ‘বিল্ডিং অ্যান্ড আদার কন্সট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট ১৯৯৬’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি স্কিম ২০১০’ অধীনে রাজ্যের নির্মাণ এবং পরিবহণ কর্মীরা এই পেনশন পেয়ে থাকেন।৬০ বছরের পর থেকে প্রতি মাসে তাঁরা ন্যূনতম ১,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে পেনশন পান। তবে এই পেনশন পেতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে। সেক্ষেত্রে আবেদনকারীদের ৫৫ বছর বয়স হওয়ার আগেই পেনশনের জন্য আবেদন করতে হয়। বিনামূল্যে সামাজিক সুরক্ষায় নাম নথিভুক্ত করতে হয়। ৬০ বছর বয়স হলে পেনশন চালুর বিষয়ে আবেদন করা যায়। তবে এক্ষেত্রে ব্যক্তিকে জেলা অফিসে যোগাযোগ করতে হয়। তবে এবার অনলাইনেই সেই আবেদন করা যাবে।
আধিকারিকরা জানাচ্ছেন, পেনশনের ক্ষেত্রে আরও বেশকিছু নিয়ম রয়েছে। ৬০ বছর পর পেনশন চালু হলেও যত আগে এর জন্য আবেদন করা যাবে ততবেশি পেনশন পাবেন শ্রমিকরা। শ্রম দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত পেনশনের জন্য আবেদন করেছেন প্রায় ৪৪ লক্ষ শ্রমিক। যারমধ্যে পেনশন পাচ্ছেন প্রায় ৪৫ হাজার ৫০০ জন। নতুন করে আরও ১০ হাজার জন পেনশন পেতে শুরু করেছেন।