• পূজিত হতো অন্য মন্দিরে, সমুদ্রে কী করে ভেসে এল জগন্নাথ মূর্তি? জানা গেল রহস্য
    এই সময় | ২১ এপ্রিল ২০২৫
  • রঞ্জন মাইতি

    অক্ষয় তৃতীয়ার পুণ্য প্রভাতে হবে দ্বারোদঘাটন। তীর্থক্ষেত্র পুরীর মন্দিরের আদলে তৈরি দেশের দ্বিতীয় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে সৈকত নগরী দিঘায়। অপেক্ষায় বঙ্গবাসী। তার ঠিক দশ দিন আগে একটি জগন্নাথ মূর্তি নিয়ে শোরগোল গোটা দিঘায়। সমুদ্র সৈকতে ভেসে এসেছে ওই মূর্তি। অনেকেই এই ঘটনাকে ‘মহাজাগতিক’ বলে ব্যাখ্যা করছেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনি তুলে অনেকেই বলছেন, ‘তিনি এলেন বঙ্গভূমিতে’। কিন্তু সেই মূর্তি এল কোথা থেকে?

    জানা গিয়েছে, দিঘার খাদালগোবরা এলাকার বাসিন্দা কল্পনা জানা ওই মূর্তিটি পুজো করতেন। তাঁদের বাড়ির কাছেই রয়েছে একটি দূর্গা মন্দির। সেখানেই নিয়ম মেনে পূজিত হতেন প্রিয় ‘জগ্গু দাদা’। দু’মাস আগে জগন্নাথ দেবের মূর্তিটির হাতের একটি অংশ ভেঙে যায়। এর পরেই কুল পুরোহিতের সঙ্গে আলোচনা করেন জানা পরিবারের সদস্যরা। এই মূর্তিকে কি পুজো করা হবে ঘরের মন্দিরে? জানতে চাওয়া হয় পুরোহিতের কাছে। তিনি নিদান দেন, মূর্তিটিকে জলে ভাসিয়ে দিতে।

    পুরোহিতের কথাতেই ওই মূর্তি রবিবার দুপুর ২টো নাগাদ সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে আসেন জানা পরিবারের সদস্যরা। কল্পনা দেবী দাবি করছেন, ‘আমরা এক বছর ধরে ঠাকুরকে পুজো করছিলাম। তবে মূর্তির হাতের কিছুটা অংশ ভেঙে যাওয়ায় আমাদের মনে সংকোচ তৈরি হয়। সেই কারণে আমরা আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম। বামুন ঠাকুর জানালেন ওই মূর্তি ভাসিয়ে দিতে।’

    রবিবার রাতে কল্পনা দেবী ও তাঁর পরিবারের সদস্যরা সমাজমাধ্যমে লক্ষ্য করেন, তাঁদের ভাসানো সেই মূর্তি সমুদ্র থেকে তুলে আনা হয়েছে। ওই মূর্তি নিয়ে হইচই পড়ে গিয়েছে। বহু মানুষ সমুদ্র তটে সেই মূর্তি দেখতে আসছেন। সোমবার সকালে তাঁরা জানতে পারেন, মূর্তির ঠাঁই হয়েছে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে। সেখানেই এই মূর্তি পুজো করা হোক বলেই চাইছেন কল্পনা।

    তবে, এই মূর্তিই বা পাওয়া গিয়েছিল কোথা থেকে? কল্পনা দেবী জানান, বছর খানেক আগে সমুদ্রের পাড়েই ওই মূর্তি পেয়েছিলেন স্থানীয় বস্তির কয়েকজন যুবক। তাঁরা সেটাকে তুলে এনে খাদালগোবরা গ্রামের মন্দিরে এসে রেখে যান। সেই মন্দির থেকে এ বার মূর্তির নতুন ঠিকানা ভোগীব্রহ্মপুর গ্রামের অবনী সামন্তের বাড়ি। স্থানীয়রা বলছেন, 'মূর্তি যেখান থেকেই আসুক না কেন, ভগবান জগন্নাথ আমাদের সহায় হয়েছেন। তিনি যেন সকলের মঙ্গল করেন।'

  • Link to this news (এই সময়)