• ধারের ৪ হাজার টাকা চাওয়াই কাল হলো, যুবককে মাটিতে ফেলে পিটিয়ে খুনের অভিযোগ
    এই সময় | ২১ এপ্রিল ২০২৫
  • ৪ হাজার টাকা ধার দিয়েছিলেন। অনেক দিন হয়ে গিয়েছে। কিন্তু টাকা ফেরত পাননি। সেই টাকা চাইতে গিয়েই ঘটল মর্মান্তিক ঘটনা। মালদার ইংরেজবাজারে পিটিয়ে খুনের অভিযোগ উঠল আমির শেখ (৩৫) নামে এক যুবককে। গুরুতর জখম তাঁর ভাইও। মারধরের ঘটনা ঘটে ১৮ এপ্রিল। সোমবার হাসপাতালে মারা যান আমির।

    জানা গিয়েছে, আমির শেখ পেশায় টোটো চালক। তিনি ৫২ বিঘা এলাকার বাসিন্দা বোনা শেখকে ৪ হাজার টাকা ধার দিয়েছিলেন। অভিযোগ, কিছুতেই সেই টাকা মেটাচ্ছিলেন না বোনা শেখ। টাকা চাইতে গেলে উল্টে জুটত গালিগালাজ।

    মৃতের পরিবারের অভিযোগ, আমিরেরও টাকার দরকার ছিল। তাই বোনা শেখের কাছে টাকা চাইতে ফের যান তিনি। সেই সময় ৬ -৭ জনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন বোনা। আমির টাকা চাইতেই তাঁরা মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে শুরু করে।

    আমিরের সঙ্গে ছিলেন তাঁর ভাই সুরজ শেখ। দাদাকে মার খেতে দেখে তিনি এগিয়ে যান। অভিযোগ, সুরাজকেও ফেলে পেটাতে শুরু করে বোনার দলবল। মার খেয়ে দু'জনেই লুটিয়ে পড়ে মাটিতে।

    রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার সকালে আমির শেখের মৃত্যু হয়। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আমিরের পরিবার।

  • Link to this news (এই সময়)