• তালিকা প্রকাশ না করায় ফুঁসছেন চাকরিহারা শিক্ষকরা, রাতভর SSC অফিস ঘেরাও
    এই সময় | ২২ এপ্রিল ২০২৫
  • টাইমলাইন শেষ! সোমবারও SSC প্রকাশ করতে পারল না ‘যোগ্য-অযোগ্য’ চাকরিহারা শিক্ষকদের তালিকা। ফুঁসছেন সকলেই। যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ হচ্ছে, ততক্ষণ এসএসসি অফিস (আচার্য সদন) ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকী, এসএসসি ২০১৬ প্যানেলেটর তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত প্রার্থীদের তালিকা প্রকাশ নিয়েও চরম আপত্তি তুলেছেন আন্দোলনকারীরা। 

    ২০১৬ সালের এসএসসি পরীক্ষার শিক্ষক নিয়োগের সময়ে একাধিক কাউন্সেলিং হয়েছিল। চাকরিহারা প্রতিনিধিদের তরফে জানানো হয়, এসএসসির সঙ্গে বৈঠকে এ দিন জানানো হয়েছে, মোট তিনটি কাউন্সেলিংয়ের ভিত্তিতেই যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশিত হবে। এতেই আপত্তি চাকরিহারাদের। তাঁদের দাবি, ‘যোগ্য’ প্রার্থীদের মধ্যেও ভাগ করে দেওয়া হচ্ছে। 

    মোট ১৩ জন এসএসসি ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর তাঁদের এক প্রতিনিধি জানান, আমরা চেয়ারম্যান স্যরের সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন,  থার্ড কাউন্সেলিং অবধি ‘Not Specially Tented’ তালিকা করবেন। তা হলে যাঁরা চতুর্থ  চতুর্থ কাউন্সেলিং থেকে নিজেদের যোগ্যতায়, কাউকে টাকা না দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের কী হবে? চাকরি গেলে তার দায় রাজ্য ও এসএসসিকে নিতে হবে। চাকরিহারাদের দাবি, তৃতীয় কাউন্সেলিংয়ের পর থেকেই চাকিরহারাদের বেতন মিলবে না, তাঁদের চাকরি চলে যাচ্ছে বলেই জানিয়েছে এসএসসি। 

    চাকরিহারাদের দাবি, বৈঠক শেষে সোমবার কোনও তালিকা প্রকাশিত হবে না বলেই জানিয়েছে এসএসসি। সেই কারণে সারা রাত এসএসসি ভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও করে রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও, এসএসসির তরফে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

  • Link to this news (এই সময়)