ফুচকে খাওয়াতে বা শপিং করাতে নিয়ে যাবেন না। হবু স্ত্রীকে আগেই জানিয়ে দিয়েছিলেন। তা বলে, বিয়ের পর ‘ডে আউট’ হবে না? রাজ্যের দাপুটে নেতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেক্টর ফাইভে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতা। সেই প্রস্তাব পরিণতি পেয়েছে গত শুক্রবার। চার হাত এক হয়েছে দিলীপ-রিঙ্কুর। সোমবার সন্ধ্যায় KKR-এর ম্যাচ। নবদম্পতিকে দেখা গেল ইডেনের গ্যালারিতে।
কলকাতা ও গুজরাটের আইপিএল ম্যাচ রয়েছে সোমবার ইডেনে। খেলা শুরুর আগেই হাজির হয়ে যান দম্পতি। খেলা দেখতে পছন্দ করেন দু’জনেই। তাই বিয়ের পরে ফুরফুরে সন্ধ্যেটা জমজমাট ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করেননি দু’জনেই। এ দিন ইডেনের প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখেন দু’জনে। এ দিন দিলীপ বলেন, ‘আমি তো প্রায়শই আসি। ও প্রথম এসেছে। সবার সঙ্গে দেখা হচ্ছে, মেলামেশা হচ্ছে। এত বড়ো জায়গা। ভালোই লাগছে।’ রিঙ্কু বলেন, ‘প্রথমবার ওঁর সঙ্গে খেলা দেখতে এলাম। ভালো লাগল।’
লোকসভা নির্বাচনে হারের পর কিছুটা বিমর্ষ হয়ে পড়েছিলেন দিলীপ। কয়েক মাস আগে পর্যন্ত সংসার ধর্ম পালনের ভাবনা-চিন্তা ছিল না বিজেপি নেতার। তবে মায়ের পীড়াপীড়িতেই পরে রাজি হয়ে যান দিলীপ।
এর কিছুদিনের মধ্যেই ‘ব্যাচেলর’ ট্যাগ সরিয়ে সংসার পর্ব শুরু করার সিদ্ধান্ত নেন দিলীপ। দুই পরিবারের কথাবার্তার পর শুক্রবার সন্ধ্যায় বিয়ের আয়োজন করা হয় নিউ টাউনে।