• ‘শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ হাজারের কর্মসংস্থান’, জানালেন মমতা
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার শালবনি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলান্যাস করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রকে ‘ঐতিহাসিক প্রকল্প’ বলে উল্লেখ করলেন তিনি। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে এ রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে। ১৬০০ কোটি টাকা খরচ হবে। ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট হবে’।

    রাজ্যে লোডশেডিংয়ের সমস্যা নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। টেনে আনেন সিপিএম জমানার কথা। বলেন, ‘এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও দুটো তাপবিদ্যুৎকেন্দ্র হবে জিন্দলদের। ফলে লোডশেডিংয়ের সমস্যা আর একদমই থাকবে না। আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব’। উল্লেখ্য, মমতা এর আগেই জানিয়েছিলেন, ২১ এপ্রিল শালবনিতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করবেন তিনি।

    উপস্থিত থাকবেন জিন্দলরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যসরকার ৬টি ইকোনমিক করিডোর তৈরি করছে। সাগরদিঘিতেও কাজ চলছে, সেখানে প্রায় ৬৬০ মেগাওয়াট তৈরি হবে, কাজ সম্পূর্ণ হওয়ার পথে। দুর্গাপুরে ৬৬০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে।

    বক্রেশ্বরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে ৬৬০ মেগা ওয়াটের। সাঁওতালডিহিতে মোট ১৬০০ মেগাওয়াটের ২টি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। ২২ এপ্রিল, গোয়ালতোড়ে সোলার পাওয়ার প্ল্যান্টের অর্থাৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই প্রকল্পে জার্মান সংস্থা ৮০ শতাংশ খরচ দিচ্ছে, ২০ শতাংশ দিচ্ছে রাজ্য সরকার। ৭৫৭ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে প্রকল্প।
  • Link to this news (আজকাল)