• গৃহবধূকে দিঘায় নিয়ে গেছিল যুবক, ঘটে গেল বড় ঘটনা 
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উপস্থিত বুদ্ধির জেরে পাচারের আগেই রক্ষা পেলেন গড়িয়ার এক গৃহবধূ। পাচারকারী ওই প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু পুলিশের। 

    জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক গৃহবধুর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় জীবনতলা থানা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম নামে এক যুবকের। আলাপ থেকে বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেম। সম্পর্ক দিন দিন গভীর হয় তাঁদের। এরপর গৃহবধূকে নিয়ে গত বৃহস্পতিবার দিঘায় যায় ওই যুবক। অভিযোগ, সেখানে ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। রবিবার তারা ফের দিঘা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। 

    জানা গিয়েছে, ফেরার সময় ট্রেনের মধ্যেই ওই যুবকের কথার মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন ওই গৃহবধূ। বুঝতে পারেন তাঁকে পাচারের চেষ্টা করছে ওই যুবক। এরপর ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছনোর পর রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই গৃহবধূ। পুলিশ তাঁকে বাড়ি ফিরতে সহায়তা করে। বাড়ি ফিরে পরিবারের কাছে গোটা বিষয়টি জানানোর পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তদন্তে নামে পুলিশ। আপাতত অভিযুক্ত যুবক পলাতক।
  • Link to this news (আজকাল)