• স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে ফাঁসির সাজা শোনাল আদালত 
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আট বছরের ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা। সোমবার অভিযুক্ত স্বামীর ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক। সোমবার এই তথ্য দিয়ে বিশেষ সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ কুমার দেব বলেন, ঘটনাটি ২০২৩ সালের ২০ জুন, ময়নাগুড়ির সরকার পাড়ার।

    ওইদিন স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ায় অভিযুক্ত স্বামী সুজিত দে ভৌমিক। ছেলের সামনেই স্ত্রী মিতালী দে ভৌমিককে কুড়ুল দিয়ে নৃশংসভাবে হত্যা করে অভিযুক্ত। পুলিশ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্ত পরকীয়ায় লিপ্ত ছিল। পণের টাকার জন্য বারবার স্ত্রীকে চাপ দিত। এইসব ঘটনার জন্য দু’‌জনের মধ্যে দীর্ঘদিন থেকেই অশান্তি ছিল। এদিন ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩০২ ধারা অনুযায়ী অভিযুক্তর ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক।

    এছাড়া ৩০৭, ৩২৬ ও ৪৯৮ তেও আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়েছে যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা। আদালত চত্বরে সোমবার উপস্থিত ছিলেন মৃতার মা কল্পনা সরকার। তিনি বলেন, যে সাজা ঘোষণা হয়েছে তাতে আমরা খুশি। এতে আমার মেয়ের আত্মাও শান্তি পাবে বলে তিনি জানান। 

     
  • Link to this news (আজকাল)