নেপাল থেকে জঙ্গলের পথ ধরে সোজা ভারতে, জানাজানি হতেই নিয়ে গেলেন সরকারি কর্মীরা...
আজকাল | ২২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে দার্জিলিং জেলার মতিধর চা বাগানে চা পাতা তোলার কাজ করছিলেন চা শ্রমিকেরা। হঠাৎই একটি হরিনের মতো প্রাণীকে দেখতে পান তাঁরা। অচেনা এই প্রাণীটিকে দেখে প্রথমে হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ এবং ঘোষপুকুর বনদপ্তরের কর্মীরা।
চা বাগান কর্তৃপক্ষও তৎক্ষণাৎ চা পাতা তোলার কাজ বন্ধ রাখেন। দেখা যায় প্রাণীটি হরিণ নয়। তবে হরিণের মতোই দেখতে একটি নীলগাই। অনুমান করা হচ্ছে, সম্প্রতি নেপালের জঙ্গলে অগ্নিকাণ্ডের কারণে জঙ্গল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে এই নীলগাইটি। কিছুদিন আগেই বিভিন্ন এলাকায় নীলগাইয়ের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ফলে বনদপ্তরের তরফে তল্লাশি চালানো হচ্ছিল। এদিন মতিধর চা বাগানের একটি নালার মধ্যে নীলগাইটিকে দেখতে পাওয়া যায়।
প্রাণীটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। এবিষয়ে বনদপ্তরের আধিকারিক প্রমিত লাল জানান, চিকিৎসা শেষে প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, আগেও বহুবার বিভিন্ন জঙ্গলে অগ্নিকাণ্ডের কারণে নদী পেরিয়ে নেপাল থেকে নীলগাই ভারতে প্রবেশ করেছিল এবং বহু নীলগাইকে উদ্ধার করা হয়েছে। আপাতত নীলগাইটি সুস্থ আছে।