• দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপি বিধায়ক এলাকার কোন উন্নয়ন করছেন না, সাধারণ মানুষের পাশেও থাকেন না। ক্ষোভ উগরে কোচবিহারে বিজেপির মিছিল শেষ করেই তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন অন্দরান ফুলবাড়ি ২ নাটাবাড়ি বিধানসভার ৫ নম্বর মন্ডলের মহিলা মোর্চার নেত্রী জবা দেবনাথ। 

    এদিন তিনি কোচবিহার ডিএম অফিসে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে যান। তারপর সেখান থেকে দলের বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সঙ্গে ছিলেন কোচবিহার মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা-সহ আরও অনেকে। এদিন তাঁকে তুফানগঞ্জ ১ নং ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের সহ সভানেত্রী হিসেবে নিযুক্ত করার ঘোষণা করা হয়েছে বলেও খবর সূত্রের। 

    সদ্য বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেস যোগদান করে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘বিজেপির সংগঠনের কোনও ঠিক নেই। যাঁরা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, তাঁরা এলাকার মানুষের সঙ্গে কোনও যোগাযোগ বা উন্নয়ন করছেন না। তাই আমাদের কাজ কর্ম করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি যে, বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করব। আজ কোচবিহারে বিজেপির মিছিলেও এসেছি। সেখান থেকে আমি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। এখন তৃণমূলের হয়ে এলাকায় কাজ কর্ম করব।‘ 

    এবিষয়ে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ‘১৯৯৮ সাল থেকে জবা দেবনাথ বিজেপি করেন। আজ তিনি কোচবিহারে বিজেপির মিছিলে নেতৃত্ব দিয়েছেন। মিছিল করে তিনি আচমকাই তৃনমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আসেন, এবং বিজেপি ছেড়ে তৃণমূল মহিলা কংগ্রেসে যোগদান করেছেন। তাঁকে সংগঠনের কাজে লাগানো হবে।‘
  • Link to this news (আজকাল)