• বেপরোয়া বাসের ধাক্কা, বাইক আরোহীকে পিষেও দিল! কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনা...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। ভিআইপি রোডে সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর। মৃত যুবক উল্টোডাঙার বাসিন্দা ছিলেন। 

    পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল আটটার পর ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউতে দুর্ঘটনাটি ঘটেছে। সরকারি বাসটি বারাসত-গড়িয়া রুটের। বেপরোয়া গতিতে সেটি যাচ্ছিল গড়িয়ার দিকে। ওই বাইক আরোহী কেষ্টপুর থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন। বেপরোয়া বাসের সামনে হঠাৎ তিনি চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। 

    নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি বাইকের পিছনে ধাক্কা মারে। তখনই বাইক থেকে ছিটকে পড়ে যান আরোহী। বাসের চাকা বাইক আরোহীকে পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    লেকটাউন থানার পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির জেরেই বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে। এর জেরে সাময়িকভাবে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা ঘিরে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
  • Link to this news (আজকাল)