• ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, অকুস্থলে ২০টি ইঞ্জিন
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের রাজাপুরে একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের প্রায় ২০টি ইঞ্জিন। স্থানীয়রা জানিয়েছেন, আজ, সোমবার দুপুর আড়াইটা নাগাদ ওই কারখানা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানাটিতে। বর্তমানে দমকলের পাশাপাশি এলাকায় বিশাল পুলিস বাহিনীও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে আগুন ক্রমেই আশপাশে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দমকল। ওই কারখানাটির কাছে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে। ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। 
  • Link to this news (বর্তমান)