প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের মামলার শুনানি ২৮ এপ্রিল
দৈনিক স্টেটসম্যান | ২২ এপ্রিল ২০২৫
ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। এবার সেই মামলার শুনানি হবে আগামী ২৮ এপ্রিল। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রর ডিভিশন বেঞ্চ।
প্রথমে ২০২৩ সালে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে নিযুক্ত ৩২ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ ছিল, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন স্কুলে যে চাকরিপ্রার্থীরা নিযুক্ত হয়েছেন সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। এরপর বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে মামলা আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
এরপর ব্যক্তিগত কারণে সরে যান বিচারপতি সৌমেন সেন। সব শেষে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলা যায়। এর আগে তাঁর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, মামলার সব পক্ষকে এজলাসে উপস্থিত হয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করতে হবে। এই মর্মে সব পক্ষকে নোটিশ পাঠানোর কথাও বলা হয়েছিল। সেই মামলার পরবর্তী শুনানির দিন ২৮ এপ্রিল ঠিক হয়েছে।