• দক্ষিণবঙ্গের ৭ জেলায় আজ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবার থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা
    ২৪ ঘন্টা | ২২ এপ্রিল ২০২৫
  • সন্দীপ প্রামণিক: দক্ষিণবঙ্গের ৭ জেলায় আজ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে এর প্রভাব পড়বে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

    মঙ্গলবার থেকে তাপমাত্রা হু হু করে বাড়বে। কিছুটা জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পরে শুষ্ক আবহাওয়া ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি ৫ জেলাতে। ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শনিবারে ও চরম গরম থাকবে।

    শনি ও রবিবার উইকেন্ডে কিছু জেলায় চরম গরম আর কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

    উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন খুব একটা হবে না। আগামী চার-পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।

    বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের সম্ভাবনা কমবে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঠ চলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

  • Link to this news (২৪ ঘন্টা)