• কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ! ডোমজুড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্ক...
    ২৪ ঘন্টা | ২২ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। হাওড়ার ডোমজুড়ে ONGC-র রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। কালো ধোঁয়া ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন। শেষ খবর অনুযায়ী, আগুন এখনও নেভানো যায়নি। এলাকায় তীব্র আতঙ্ক।

    স্থানীয় সূত্রে খবর, আশেপাশে জনবসতি নেই। ডোমজুড়ে ফাঁকা জায়গায় ONGC-র রাসায়নিক কারখানা। আজ, বিকেলে হঠাত্‍ সেই কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর একে পর একে ট্যাঙ্কার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। কারখানা প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ তো ছিলই। সঙ্গে ঝোড়ো হাওয়া। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। লেলিহান শিখায় গ্রাস করে নেয় কারখানাটিকে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কারখানার পাশে ফাঁকা জায়গায় থাকেন শ্রমিকরা। তাঁদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কহে কীভাবে আগুন লাগল? তা স্পষ্ট নয়। কারখানায় ভিতরে কেউ আটকে রয়েছে কিনা, তাও বোঝা যাচ্ছে না।

    এর আগে, গতকাল রবিবার রাতে আগুন লেগে যায় কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের এক কাপড়ে গুদামে। রাতভর আগুন নেভানোর কাজ করে দমকল। সঙ্গে বিপর্যয় মোকাবিলা দলও। কারখানার ভিতরে আটকে পড়েছিলেন ৫ জন। তিনজনকে উদ্ধার করা গেলেও, রাতভর আটকে ছিলেন ২ জন। আজ, সোমবার সকালে উদ্ধার করা হয় তাঁদের। ওই দু'জন এখন ভর্তি হাসপাতালে। কীভাবে আগুন লাগল? তা স্পষ্ট নয় এখনও।

  • Link to this news (২৪ ঘন্টা)