শ্রেয়সী গাঙ্গুলি: "ব্যস্ত সফরের পর রাজ্যপাল মহাশয়ের কাঁধে হালকা ব্যথা অনুভূত হয়। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে তিনি কম্যান্ড হাসপাতালে যান। বর্তমানে ব্যথা অনেকটাই কমেছে। তবে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং একদিনের জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।" বিবৃতি দিয়ে জানালেন রাজভবনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (Officer on Special Duty)।
প্রসঙ্গত, সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ, এসএসকেএম হাসপাতাল থেকে একজন কার্ডিওলজিস্টকে ডেকে পাঠানো হয় রাজভবনে। তিনি রাজ্যপালের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার পর, তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওই চিকিৎসকের তত্ত্বাবধানেই সকাল ১১টা- সাড়ে ১১টা নাগাদ কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয় রাজ্যপালকে। এরপর সারা হয় প্রয়োজনীয় পরীক্ষা। তাতেই হার্টে ব্লকেজ মেলে ৩টি।
শালবনী যাওয়ার আগে এদিন হাসপাতালে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অসুস্থতা ও তাঁর হাসপাতালে ভর্তির খবর পেয়েই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। ওদিকে রাজ্যপালের অসুস্থতায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, মুর্শিদাবাদের ভয়াবহ পরিস্থিতি দেখে অসুস্থ হয়েছেন রাজ্যপাল!