অয়ন শর্মা: অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ। রুটিন চেক-আপের সময়ই তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। শালবনী যাওয়ার আগে এদিন হাসপাতালে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অসুস্থতা ও তাঁর হাসপাতালে ভর্তির খবর পেয়েই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।
বর্তমানে কম্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল। তবে তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। কমান্ড হাসপাতাল সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। ৩টি ব্লকেজ রয়েছে তাঁর হার্টে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ, এসএসকেএম হাসপাতাল থেকে একজন কার্ডিওলজিস্টকে ডেকে পাঠানো হয় রাজভবনে। তিনি রাজ্যপালের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার পর, তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওই চিকিৎসকের তত্ত্বাবধানেই কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয় রাজ্যপালকে। এরপর সারা হয় প্রয়োজনীয় পরীক্ষা। তাতেই হার্টে ব্লকেজ মেলে ৩টি।
এখন অ্যাপোলো হাসপাতাল থেকে কার্ডিওলজিস্ট কমান্ড হাসপাতালে এসে রাজ্যপালের স্বাস্থ্যপরীক্ষা করার পরই, তাঁকে বাইপাসের ধারে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এমনটাই জানা গিয়েছে। রাজ্যপালের স্ত্রী লক্ষ্মী বোসও উপস্থিত আছেন কমান্ড হাসপাতালে। ওদিকে রাজ্যপালের অসুস্থতায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, মুর্শিদাবাদের ভয়াবহ পরিস্থিতি দেখে অসুস্থ হয়েছেন রাজ্যপাল!