জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে সুকান্ত, BSF ক্যাম্প ও NIA তদন্তের দাবি স্থানীয় মহিলাদের
প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
শাহজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ?্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার দুপুরে অশান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি জাফরাবাদে নিহতদের বাড়িতেও যান তিনি। শোনেন আক্রান্তদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সেখানে এনআইএ তদন্ত ও কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে সুকান্তর সামনেই বিক্ষোভ দেখান জাফরাবাদের মহিলারা।
জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে পৌঁছনোর পরেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। ইতিমধ্যে সরকারি আর্থিক সাহায্যে দশ লক্ষ টাকা তাঁরা নেবেন না বলেই ঘোষণা করেছেন। পাশাপাশি এদিন এনআইএ তদন্তের দাবিতে সরব হন পরিবারের সদস্যরা। নিহতদের পরিবারের দাবি, গ্রামে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসুক।