হাওড়া-শিয়ালদহে ভুয়ো টিকিট পরীক্ষককে চিনবেন কী করে? অভিনব ব্যবস্থা করছে রেল
প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
সুব্রত বিশ্বাস: ভুয়ো টিকিট পরীক্ষক ধরতে এবার আসল টিকিট পরীক্ষকদের কোটের আড়ালে থাকবে ভিন্ন ধরনের ‘আই কার্ড’। যা সহজে নকল করা সম্ভব নয়। হাওড়া স্টেশন থেকে ভুয়ো টিকিট পরীক্ষক ধরার পরই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা জানিয়েছেন, ভুয়ো টিকিট পরীক্ষকের দৌরাত্ম্য রুখতে সোমবারই মুখ্য টিকিট পরীক্ষদের নয়া নির্দেশ দেওয়া হয়েছে। অচেনা টিকিট পরীক্ষকদের দেখলে সঙ্গে সঙ্গে তাকে আটক করে জেরা করতে বলা হয়েছে। এছাড়াও যে কৌশল নেওয়া হয়েছে তা, আসল টিকিট পরীক্ষকদের কোট ও ইউনিফর্মের ভিতরে থাকবে আধুনিক এক ধরণের আই কার্ড। যা দিয়ে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। দু’এক দিনের মধ্যেই এই আই কার্ড তৈরি করে দিয়ে দেওয়া হবে আসল টিকিট পরীক্ষকদের।
হাওড়া থেকে ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক রাওনিত রাজশাওকে আরপিএফ জিজ্ঞাসাবাদে জেনেছে, শুধু সেই নয়, আরও অনেকে রয়েছে এই চক্রে। যারা একেবারে টিকিট পরীক্ষকের মতো ভুয়ো আই কার্ড গলায় ঝুলিয়ে কোট পরে, হাতে ইএফটি বিল নিয়ে লোক দেখানো জরিমানা করে চলেছে। এই তথ্য পেয়েই সক্রিয় হয়ে উঠেছে হাওড়া, শিয়ালদহের কমার্শিয়াল বিভাগ। হাওড়ার ডিসিএম এইচ গাঙ্গুলি জানিয়েছেন, হাওড়া নিউ কমপ্লেক্স দক্ষিণ পূর্ব রেলের আওতায়। ওই রেলের টিকিট পরীক্ষকরা ভুয়ো টিকিট পরীক্ষক ধরার পর হাওড়াতে সক্রিয়তা বাড়ানো হয়েছে। টিকিট পরীক্ষকদের সতর্ক করা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে আরপিএফকে খবর দিতে। খড়গপুরের সিনিয়র ডিসিএম জানিয়েছে, এনিয়ে তাদের রেল নিয়মিত অভিযান শুরু করেছে। দক্ষিণ পূর্ব রেলের টিকিট পরীক্ষকরাই হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ভুয়ো টিকিট পরীক্ষককে ধরেছে।