• হাসপাতালে ভর্তি না হলেও মিলবে মেডিক্লেমের সুবিধা! রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বৈঠকে সিদ্ধান্ত
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
  • অভিরূপ দাস: আধ ঘণ্টা কিংবা এক ঘণ্টার কোনও ছোট অস্ত্রোপচার, যার জন্য ভর্তি থাকতে হয় না হাসপাতালে। এবার সেই অস্ত্রোপচারের জন্যেও মিলবে মেডিক্লেম বা স্বাস্থ্যবিমার সুবিধা। সোমবার রাজ‌্য স্বাস্থ‌্য নিয়ন্ত্রক কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বঙ্গের স্বাস্থ‌্য বিমা সংস্থার কর্তারা।

    ছোট অস্ত্রোপচার শেষে দিনের দিন ছুটি। চিকিৎসা পরিভাষায় এহেন অস্ত্রোপচারকে বলা হয়, ‘ডে কেয়ার সার্জারি’। তার মধ্যে রয়েছে চোখের ছানি কাটা, চোখের মণি থেকে ‘ফরেন বডি’ রিমুভাল, পাইলস কিম্বা ফিসচুলা অস্ত্রোপচার, জিভের কোনও কাঁটাছেড়া, এগুলো সবই পড়ে ‘ডে কেয়ার সার্জারি’র তালিকায়।

    এদিন স্বাস্থ‌্যবিমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ‌্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম‌্যান অসীমকুমার বন্দ্যোপাধ‌্যায় জানিয়েছেন, “এই ডে কেয়ার সার্জারির জায়গাটায় একটা অত‌্যন্ত অস্বচ্ছ ব‌্যবস্থা ছিল। এতদিন ছোট সার্জারি করলে স্বাস্থ‌্যবিমার সুযোগ পাওয়া যেত না। যে কারণে কিছু বেসরকারি হাসপাতালে জোর করে রোগীকে ভর্তি করা হত। স্বাস্থ‌্যবিমা সংস্থাকে দেখানো হত রোগী ভর্তি হয়েছে। তার জন‌্য ডাক্তারবাবুকে দিয়ে লিখিয়ে নেওয়া হতো ‘অ‌্যাডমিশনের দরকার।’ তা দেখিয়ে দু’দিনের বিল করে দিত বেসরকারি হাসপাতাল। আজকের বৈঠকে ইনসিওরেন্স সংস্থা আমাদের জানিয়েছে, ডে কেয়ার সার্জারিও তারা স্বাস্থ‌্যবিমার মধ্যে আনছে।”
  • Link to this news (প্রতিদিন)