• এসএসসি বিক্ষোভ LIVE: ‘আধঘণ্টার মধ্যে বায়ো টয়লেট-পানীয় জল চাই, না হলে…’, হুঁশিয়ারি প্রতিবাদী চাকরিহারাদের
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
  • শীর্ষ আদালতের রায়ে আচমকা চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। যোগ্য-অযোগ্য বাছাইয়ে অনিশ্চয়তা থাকায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়েছে। তাই যোগ্য-অযোগ্য কারা, সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশের দাবি চাকরিহারাদের। এসএসসি ভবন থেকে LIVE UPDATE:

    রাত ১১.১৪: ডিরোজিও ভবনের সামনে অবস্থানে গ্রুপ সি ও ডি-র চাকরিহারা কর্মীরা।

    রাত ১১.০০: কাল, মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক। 

    রাত ১০.৫৩: আধঘণ্টার মধ্যে বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা না করলে এসএসসি ভবনে শৌচাগার ব্যবহার করবেন আন্দোলনকারীরা। হুঁশিয়ারি চিন্ময় মণ্ডলের। তাঁর কথায়, “আটকাতে পারলে আটকে দেখাক। সকাল থেকে না খেয়ে গরমে বসে আছি। ওঁরা তো ভিতরে ঠান্ডা ঘরে বসে। দাবিপূরণ না হওয়া অবধি আমরাও যাব না, ওঁদেরও যেতে দেব না।”

    রাত ১০.৪৭: চাকরিহারাদের অভিযোগ, “আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে।”

    রাত ১০.৩৪: এসএসসি ভবনের সামনে তুমুল বিক্ষোভ। রাতভর অবস্থানের হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। 

    রাত ৯.৩০: এখমও করুণাময়ী অবরুদ্ধ। চলছে চাকরিহারাদের বিক্ষোভ। এসএসসি ভবনেই চেয়ারম্যান। 

    রাত ৮.৪২: পরবর্তী পদক্ষেপ নিতে আইন বিষেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই সূত্রের খবর। 

    রাত ৮.৩০: ডেডলাইনের পর আড়াই ঘণ্টা পার। এসএসসি ভবনের বাইরে ‘চোর’ স্লোগান।

    রাত ৮.২৫: চাকরিহারাদের ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি। আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় বলেন, “আমি যদি যোগ্য না হয়ে থাকি, আমাকে যদি অযোগ্য বলে চাকরি কেড়ে নেওয়া হয়, যতদূর যেতে হয় যাব। সম্মান নিয়ে ছেলেখেলা করতে দেব না।” রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি। বললেন, “মুখ্যমন্ত্রীকে বলতে হবে, ওঁর সরকার, ওঁর শিক্ষামন্ত্রীর জন্য আজ যোগ্যদের এই পরিস্থিতি। ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ২ কোটি টাকা।”

    রাত ৮.২০: এসএসসির সিদ্ধান্ত মানতে নারাজ চাকরিহারারা। সম্পূর্ণ তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। আপাতত আচার্য সদন ঘেরাও করে রাখবেন তাঁরা। 

    রাত ৮.১৫: তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত কারা বৈধ, কারা অবৈধ, সেই তালিকা প্রকাশ করতে পারবে এসএসসি। এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান। বাকিদের অবৈধ বলে দাগিয়ে দেওয়া হবে। ফলে চাকরি হারাবেন তাঁরা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক শেষে আচার্য ভবন থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন চাকরিহারা চিন্ময় মণ্ডল। উল্লেখ্য, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সিলিং হয়েছে সাত দফা। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ৬ দফা। 

    রাত ৮.১০: আজ যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ হচ্ছে না।  আচার্য সদন ঘেরাওয়ের ডাক চাকরিহারাদের। 

    রাত ৮.০৫: আচার্য ভবন থেকে বেরলেন ১৩ প্রতিনিধি দল। 
  • Link to this news (প্রতিদিন)